অনেকদিন কেটে গেছে সিদ্ধার্থ শুক্লা মারা গেছে, আর তাঁর মৃত্যুর পর থেকেই কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছিলেন শেহনাজ গিল। প্রকাশ্যেও আসেননি, সোশ্যাল মিডিয়াতেও কিছু পোস্ট করেননি তিনি। অভিনেতার শেষ যাত্রায় শেহনাজের চোখ মুখের অবস্থা খুব একটা ভালো ছিল না, খুব ভেঙ্গে পড়েছিলেন তিনি। একটি নতুন গান বাঁধা হয়েছে সিদ্ধার্থের স্মৃতিতে। সেই গানে দেখা গিয়েছিল শেহনাজকে। তাঁর ছবি ‘হন্সলা রাখ’, যা মুক্তি পেতেই সুপারহিট হয়েছে। একটি সাক্ষাৎকারে শেহনাজ জানান যে, কারা বলেছিল তাঁর নাকি ব্রেক আপ হয়ে গিয়েছিল তবে তা কোনওদিনও হবে না, স্পষ্ট জানালেন তিনি নিজেই। নাম উল্লেখ না করলেন শেহনাজ যে সিদ্ধার্থকেই বোঝাতে চেয়েছেন, তা অনুরাগীদের বুঝতে বাকি নেই। গত ২ সেপ্টেম্বর ঘুমের মধ্যেই প্রয়াত হয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা। প্রথমে এক ঝলক শোনা গিয়েছিল সিদ্ধার্থের খবর শোনা মাত্রই শুট বন্ধ করে হাসপাতালে ছুটে যান শেহনাজ। যদিও আবার পরে বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করে যে শেহনাজের কোলে মাথা দিয়েই নাকি মৃত্যুর কোলে ঢোলে পড়েছিলেন সিদ্ধার্থ। তবে সত্যিটা অভিনেতা ঘনিষ্ঠ বেশ কিছুজন জানান পরবর্তীতে। |
