সকলেই জানে অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি সমাজসেবাও করে থাকেন। তিনি যেমন দক্ষ অভিনেত্রী তেমনই দক্ষ সমাজসেবিকা। তবে এবার ঋতাভরীর সমাজসেবার ডাকে সাড়া দিলেন কে?
ঋতাভরী চক্রবর্তীর ডাকে সাড়া দিয়ে কালীপুজোর সকালে বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈন পৌঁছে গিয়েছেন মূক-বধির শিশুদের স্কুলে। তিনি আগেই বলেছিলেন, আরও বেশি বেশি করে সমাজসেবা করবেন তিনি, তাই কথাও রাখলেন। নিখিলকে আচমকা দেখে একইসঙ্গে বিস্মিত এবং আনন্দিত স্কুলের পড়ুয়ারা। খুশিতে ঝলমলে মুখগুলো ঘিরে ধরেছে ঋতাভরী, নিখিলকে। নিখিল নিজে হাতে কচিকাঁচাদের জন্য একরাশ উপহার নিয়ে গিয়েছিলেন এবং ঋতাভরী নিয়ে গিয়েছিলেন নানা স্বাদের কেক।
উৎসবের দিনে সকলের জন্য নিখিল নিয়ে গিয়েছিলেন নতুন পোশাক। যা তাঁরই নিজের কারখানায় তৈরি। তিনি জানান যে, ঋতাভরীই আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। তাঁর দীপাবলির সকালটা এক দল শিশুর সঙ্গে ভালই কেটেছে। ছোটদের সঙ্গে ছোট্ট ছোট্ট আনন্দের এই মুহূর্তগুলোকে ছবিতে, ভিডিয়োয় বন্দি করেছেন অভিনেত্রী ঋতাভরী। সেসব আবার পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। তিনিও খুব খুশি।