’চিনে বাদাম’এর শুটিং এ টিম গিয়েছে কাশ্মীর আর সেই যাত্রায় ছবির নায়ক যশ দাশগুপ্তের সঙ্গী হয়েছেন অফস্ক্রিন নায়িকা তথা স্ত্রী অভিনেত্রী নুসরত জাহান। হাইনেক পুলওভার আর তার সঙ্গে মভ রঙা লং জ্যাকেট পড়ে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করেছেন নুসরত জাহান। ব্যাকগ্রাউন্ডে কাশ্মীর।
যশ ছবির কাজে গেলেও নুসরতের উদ্দেশ্য নেহাতই ছুটি কাটানো। মা হওয়ার পর তাঁর নিজের জন্য এই সময়টা দরকার ছিল বহু দিন থেকেই। নিজেদের এনগেজমেন্ট রিংয়ের ভিডিয়োও কাশ্মীর থেকে শেয়ার করেছেন নুসরত জাহান। যদিও তা শেয়ার করে সরাসরি উল্লেখ করেননি তিনি।
যশের সঙ্গে সম্পর্ক নিয়ে এখন আর কোনও লুকোচুরিই নেই নুসরতের। যদিও তাঁরা বিয়ে করেছেন কি না, তা এখনও জানা যায়নি। তবে জানা গেছে যে ছেলে ঈশান এই সফরে তাঁদের সঙ্গী নয়। ঈশানকে কলকাতায় রেখে ভূস্বর্গে একান্তে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। যশের ছবি তুলে দিচ্ছেন নুসরত। আবার নায়িকার ছবি তুলে দিচ্ছেন যশও। এই ভাবেই তাঁরা তাঁদের ছুটির মুহূর্ত গুলি খুব সুন্দর করে কাটাচ্ছেন।