বুধবারের বৃষ্টিভেজা শহর কলকাতায় হাতে হাত রেখে রাজপথে হাঁটলেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান। যতক্ষণ পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে তাঁদের, সারাক্ষণ অন্তঃসত্ত্বা নুসরতকে ভীষণ যত্ন করে সামলেছেন যশ। সেই দৃশ্য ভাইরাল হতেই সবার কৌতূহল, এই দৃশ্য কি সত্যিই নিখিল জৈন দেখেছেন? তবে তাঁর অনুভূতি কী? বৃহস্পতিবার ইনস্টাগ্রামে সেটারই যেন জবাব দিলেন নিখিল জৈন।

নিখিল যে ছবিটি শেয়ার করেছেন সেই ছবিটিতে তাঁর চোখেমুখে ছড়িয়ে পড়েছে লাল আলো। যা দেখে মনে হতেই পারে, নীরব যন্ত্রণায়, ক্ষোভে বুঝি পুড়ছেন তিনি। ছবি সম্বন্ধে লিখতে গিয়ে সেই যন্ত্রণাই যেন অজান্তে ছড়িয়ে দিলেন নিখিল জৈন। স্পষ্ট জানালেন, ‘আগুন সব পুড়িয়ে দেয়। তার আঁচে তুমি সব হারাতে পার। সেই ছাই সরিয়ে তুমি লাভার মতো জেগে ওঠ।’ নিখিলও কি তবে এক বছরের সুখী দাম্পত্য, অতীত তিক্ততা সরিয়ে ফেলে নতুন জীবনে ফিরতে চলেছেন? তাই যশ-নুসরতকে হাতে হাত রেখে পায়ে পা মেলাতে দেখে তাঁর খারাপ লাগেনি।
নেটমাধ্যমে নিজের কথা জানিয়ে দেওয়ার পরে নিখিল জৈন আবার চুপ। বদলে তাঁর হয়ে মুখ খুলেছেন জনৈক নেটাগরিকরা। তাঁর মন্তব্যেও ক্ষোভের ছোঁয়া। মন্তব্য বাক্সে সেইসব নেটাগরিকদের মধ্যে একজন নেটাগরিকের প্রশ্ন, ‘গতকাল (বুধবার) নুসরত আর যশ ডেটে গিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন নিখিল?’