গৌরব-দেবলীনার বিয়েতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে স্মৃতি ভাগ করে নিয়েছেন উত্তম কুমারের নাতবৌ দেবলীনা। আর সেখানেই যত বিপত্তি। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা লিখতে গিয়ে তিনি অসাবধানবসত লিখে ফেলেছিলেন, ‘হেড অফ দ্য স্টেট’। সেই অনুযায়ী তিনি বলেন, ‘রাজ্যের প্রধান যখন বিয়েতে আপনাকে আশীর্বাদ জানাতে আসেন…।’ ভুল নজরে আসতেই সঙ্গে সঙ্গে এক নেটাগরিক মন্তব্য করেন সেই পোস্টে। ওই ব্যক্তি অত্যন্ত বিনয়ের সঙ্গে লেখেন, ‘মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং শাসকদলের প্রধান। রাজ্যের প্রধান নন। রাজ্যের প্রধান রাজ্যপাল।’ খানিকক্ষণের মধ্যেই সেই মন্তব্য দেবলীনার নজরে আসে। তখনই অভিনেত্রী নিজের ভুল প্রকাশ্যেই স্বীকার করে এবং শুধরেও নেন সেটি। ততক্ষণে যা কেলেঙ্কারি হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর পদমর্যাদা ভুল লিখতেই নেটাগরিকদের কটাক্ষের মুখে দেবলীনা। আরও বহু নেটাগরিক তাঁর ভুল ধরিয়ে দিয়েছেন। পাশাপাশি একজন নেটাগরিকের দাবি, বিশিষ্ট মানুষদের পদমর্যাদা লেখার আগে একটু পড়াশোনা করে নেওয়া ভাল। |
