অনন্যা পাণ্ডেকে এনসিবি গত সোমবার তৃতীয় বারের জন্য মাদক-মামলায় তলব করা সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। তার পরে জানা গিয়েছিল, বৃহস্পতিবার থেকেই ছবির শ্যুটিংয়ে যোগ দেবেন চাঙ্কি-কন্যা অনন্যা।

এবার দক্ষিণী অভিনেতা বিজয় দেভরাকোন্ডার প্রথম হিন্দি ছবি ‘লাইগার’-তে নায়িকার ভূমিকায় দেখা যাবে অনন্যাকে। সূত্রের খবর, ‘লাইগার’-এর একটি গানের দৃশ্যের শ্যুটিং হওয়ার কথা বৃহস্পতিবার থেকে আর তাই অনন্যাও উপস্থিত থাকবেন শ্যুটিংয়ে। এই ছবির কাজ শুরু হয়েছে বেশ কিছু দিন হল।
গত বৃহস্পতি এবং শুক্রবার এনসিবি দফতরে হাজিরা দেওয়ায় অন্যন্যা যোগ দিতে পারেননি শ্যুটিংয়ে। এই গানের দৃশ্যের দায়িত্বে চেন্নাইয়ের নৃত্য পরিচালক বাবা ভাস্কর আছেন। ধর্ম প্রোডাকশনের ছাতায় পুরী জগন্নাথ পরিচালিত ছবিটিতে অতিথি শিল্পী হিসেবে থাকবেন মুষ্টিযোদ্ধা মাইক টাইসনও।