করিনা কাপুর খান তাঁর শারীরিক কসরতের ক্ষেত্রে যোগাকে তিনি খুবই গুরুত্ব দেন। তিনি প্রেগন্যান্সি পিরিয়ডেও যোগা করার ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি তাঁর বড় ছেলে তৈমুর আলি খানের যোগা করার ছবিও শেয়ার করেছেন আর এবার তিনি শেয়ার করলেন ছোট ছেলে জেহর ছবি।

করিনা কাপুর খান বৃহস্পতিবার সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন জেহর একটি মজার ছবি। করিনা শেয়ার করে মজা ছলে লিখেছেন, এর মধ্যেই যেন সে যোগা করছে। পুরো পরিবারই যোগায় অভ্যস্ত। এমনই মজা করে লিখেছেন তিনি। জেহর নতুন এই ছবি আপাতত করিনার অনুরাগীদের পছন্দের তালিকায় স্থান পেয়েছে।
বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, তিনি চান না তাঁর দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীর সিনেমায় আসুক। দুই সন্তানের ভিন্ন ব্যক্তিত্ব নিয়েও মুখ খোলেন তিনি। তিনি জানান যে, তৈমুরের ব্যক্তিত্ব অনেকটাই নাকি তার বাবা সইফের মতো। জাহাঙ্গীর আসলে করিনা ও সইফের দু’জনেরই ব্যক্তিত্ব পেয়েছে, এমনটাই জানালেন করিনা কাপুর খান।