এই মাসেই হতে চলেছে রণবীর-আলিয়ার বিয়ে। আর বিয়ের দিন যতই এগিয়ে আসছে, ততই যুগলের মন উচাটন। শনিবার ইনস্টাগ্রামে গ্রাফিক্সে আঁকা ‘রণলিয়া’র নিবিড় মুহূর্ত ছবি শেয়ার করলেন আলিয়া নিজে। সেই আঁকা ছবিতে দেখা যাচ্ছে তারা খসা আকাশের নীচে বসে দু’জনে, রাতের আকাশকে মায়াবী করে তুলেছে রুপোর থালার মতো গোল চাঁদ। দূরে পাহাড়ের সবুজ ঘেঁষে উঁকি দিচ্ছে পাইন বন। সে দিকেই তাকিয়ে যুগলে।

আলিয়া যেন চোখে হারাচ্ছেন তাঁর প্রিয়তম রণবীরকে। সেই গ্রাফিক্সে আঁকা ছবি শেয়ার করে ছবির সঙ্গে ক্যাপশনে লেখা, ‘কখনও কখনও চুপটি করে পাশে বসে থাকার নামও ভালবাসা।’ এই ভালোবাসা আর কদিন পরই সত্যি হতে চলেছে।
আলিয়ার একটি ফ্যানপেজে এমন পোস্ট দেখে তাঁর অনুরাগীরা খুবই খুশি। চলতি মাসের ১৪ তারিখেই বান্দ্রার ‘বাস্তু’তে সাত পাকে বাঁধা পড়বেন এই তারকা যুগল। সেই আনন্দেই যেন মাতোয়ারা টিনসেল নগরীর এ প্রান্ত থেকে অন্য প্রান্ত।