অনেকদিন পর দেব-রুক্মিণী জুটি আসতে চলেছে দর্শকদের কাছে। তাঁদের অনুরাগীরা উদ্গ্রবী হয়ে আছে ‘কিশমিশ’ দেখার জন্য। শনিবার দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সাংসদ-তারকা দেব ঘোষণা করলেন, ২৯ এপ্রিল নাকি তিনি বিয়ে করছেন রুক্মিণীকে!

আর এই কথা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল অনুরাগীদের মধ্যে। যাঁকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিলেন না, সেই দেব তাঁর ছবি ‘কিশমিশ’-এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরবেন রুক্মিণী মৈত্রের সঙ্গে। এখন সকলের একটাই প্রশ্ন, হঠাৎ কী এমন ঘটল যে এত বড় ঘোষণা করে দিলেন দেব?
এ দিন সবাই দেবকে ঘুরিয়ে ফিরিয়ে একটাই প্রশ্ন করে গিয়েছেন, দিন যত এগোচ্ছে প্রেম কি বাড়ছে দেব আর রুক্মিণী? হাল্কা খুনসুটির মেজাজে আজ ধরা দিল দেব-রুক্মিণী। নতুন ছবি মুক্তির দিনেই নতুন জীবনে পা রাখবেন তারকা যুগল।