২০১৩ সালে জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’র মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা সরকার। তারপর থেকে একাধিকবার তাঁদের অনুগামীরা আবারও একসঙ্গে তাঁদের দেখতে চাইলেও আর সেভাবে দেখা যায়নি তাঁদের।
কিন্তু এবার সত্যি সত্যি পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী মধুমিতা সরকার। জানা গেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনার মাধ্যমেই নাকি আবার তাঁরা একসাথে পর্দায় ফিরবেন। প্রসঙ্গত তাঁদের জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’র প্রযোজনার দায়িত্ব নিয়ে ছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। সম্প্রতি এই দুই তারকাকে দেখা গিয়েছে আবার একসঙ্গে এসভএফ এর অফিসে।
এই নিয়ে অভিনেতা যশ দাশগুপ্ত জানিয়েছেন যে খবর সত্যি, তবে সিনেমা না ধারাবাহিক, কিসে তাঁরা ফিরতে চলেছেন তা এখনও স্পষ্ট করে বলতে চাননি। পাশাপাশি এড়িয়ে গিয়েছেন কে পরিচালনা করবেন সেই প্রশ্নও।
তবে টলিউডের অন্দরের শোনা খবর পরিচালক বাবা যাদবের পরিচালনায় নাকি একটি ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন মধুমিতা এবং যশ। আর এই খবর প্রকাশ হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাঁদের অনুরাগীদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে।