বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রীরই ডিজিটাল ডেবিউ হয়ে গেছে। বেশ অনেকে ওটিটিতে পাকা জায়গাও করে নিয়েছে। এবার ডিজিটালের পথে পা বাড়ালেন আরেক বলি তারকা বরুণ ধওয়নও। তা-ও আবার এক নামী আন্তর্জাতিক সিরিজ়ের দেশজ ভার্শনে।
সম্প্রতি জানা যাচ্ছে অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োর সিরিজ় ‘সিটাডেল’-এর ইন্ডিয়ান স্পিন-অফে দেখা যাবে বরুণকে। সিরিজ়ের স্থানীয় প্রযোজনাটির পরিচালনা করবেন রাজ অ্যান্ড ডিকে জুটি, মুখ্য চরিত্রে বরুণ। ওয়েব প্ল্যাটফর্মে তাঁর প্রথম কাজ এটি। এই দেশ ছাড়াও ইটালি, মেক্সিকোর বিভিন্ন অংশে চলবে শুটিং, যা শুরু হবে আগামী বছর থেকে। এ দিকে মূল আমেরিকান সিরিজ়টির স্ট্রিমিং শুরু হয়ে যাবে আগামী বছরের জানুয়ারি মাস থেকেই। মূল সিরিজ়ের অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া।
এই সিরিজে বরুণ অভিনীত দেশীয় স্যাটেলাইট কাহিনীতে স্বকীয়তা বজায় রাখা হলেও মূল সিরিজ়ের কাহিনির প্রসঙ্গও আনা হবে সেই খানে। বরুণ ছাড়া আর কোন অভিনেতারা থাকবেন ‘সিটাডেল’-এর এই ভার্শনে, তা খুব শিগগিরই ঘোষণা করা হবে।