টলি অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য পোষ্য খুব ভালবাসেন। পোষ্য অসুস্থ হলে মন খারাপ হয় তাঁর। কিছুদিন আগে পোষ্যের অসুস্থতার জন্য তাঁর মন মেজাজ ভাল ছিল না তবে অবশেষে পোষ্য বেড়ালটি সুস্থ হয়েছে। কেক কেটে তাঁর জন্মদিন সেলিব্রেট করলেন তনুশ্রী। শুধু তাই নয়, সেই আনন্দের মুহূর্তের ভিডিয়ো ভাগ করে নিলেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কোলে বেড়ালটিকে বসিয়ে কেক কাটছেন তনুশ্রী এবং গাইছেন ‘হ্যাপি বার্থডে’ গান। এই ভিডিয়োটি শেয়ার করে তিনি ক্যাপশনে যা লিখেছেন তা থেকে স্পষ্ট, পুটু অর্থাৎ তাঁর পোষ্য কিছুদিনের অসুস্থতা কাটিয়ে, আজ সে সুস্থ হয়ে উঠেছে। এটাই তাঁর কাছে সব থেকে বড় পাওয়া।
বাংলা টেলিভিশনের দুনিয়ায় জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী ভট্টাচার্য। তিনি যে সন্তানসম্ভবা, এ কথা অনেকেই জানেন। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তিনি। নতুন অতিথির অপেক্ষায় এখন দিন গুনছেন তিনি। অনেকদিন পর নিজের মতো করে কাটানোর অনেকটা সময় হাতে পেয়েছেন অভিনেত্রী।