ইনস্টাগ্রাম বলছে, অভিনেত্রী এখন মালদ্বীপে! ‘হাসি সব সময়ের জন্য ছুটির ঠিকানা।’ এমনটাই ক্যাপশনে লিখে নিজের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

সুদূর মালদ্বীপ থেকেই নিজের ছুটির ছবি শেয়ার করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। অবসর কাটাতে মালদ্বীপে পাড়ি দিয়েছেন তিনি। কতদিন সেখানে তিনি থাকবেন, তা স্পষ্ট নয়। পাশাপাশি এই সফরে তাঁর সঙ্গী কে, সে বিষয়েও কিছু জানাননি তিনি। ইন্ডাস্ট্রির জল্পনা, ইদানিং শ্রাবন্তীর নতুন যে বয়ফ্রেন্ডের কথা শোনা যাচ্ছে, তাঁকে নিয়েই নাকি মালদ্বীপ ভ্রমণে গেলেন? যদিও নিজের কোনও সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি অভিনেত্রী। এই সফরে কিন্তু শ্রাবন্তীর ছেলে অভিমন্যু রয়েছেন কি না, তা নিয়েও বিশেষ কৌতূহল রয়েছে দর্শকদের।
শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে ভালবাসা এসেছে আবার এসেছে বিচ্ছেদও। অভিনয় কেরিয়ারে অসংখ্য দর্শক তাঁকে ভালবেসেছেন। আবার রাজনীতির ময়দানে প্রাথমিক ভাবে ভালবাসা পেয়েছেন এই বলেই দাবি করেছিলেন অভিনেত্রী। ভালবাসা দিয়ে নাকি অনেক কিছু জয় করা যায় এমনটাই মনে করেন তিনি।