০০৭ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ছবি ‘সাওয়ারিয়া’তে রণবীর কাপুর এবং সোনম কাপুর অভিনয় করেছিলেন। সেই ছবির গান জনপ্রিয় হলেও ছবিটি ফ্লপ করেছিল। যদিও তাঁদের কেরিয়ার ফ্লপ করেনি। এই ছবির পর ভন্সালীর আর কোনও ছবিতে কাজ করেননি সোনম ও রণবীর দুজনেই।
সম্প্রতি লন্ডন থেকে এ দেশে এসেছেন সোনম বোন রিয়া কাপুরের বিয়ে উপলক্ষ্যে বোন রিয়া কাপুরের বিয়ে উপলক্ষ্যে। বিয়ের সব কাজ মিটে যাওয়ার পর তিনি গিয়ে উপস্থিত হন ভন্সালীর অফিসে। ভন্সালী হলেন সোনমের প্রথম পরিচালক এবং মেন্টরও। এতদিন পর কেন তাঁর অফিসে গেলেন সোনম?
সোনমকে হঠাৎ ভন্সালীর অফিসে দেখে অনেকের ধারণা হয়েছে, পরবর্তী কোনও ছবির ব্যাপারেই হয়তো কথা বলতে এসেছিলেন অভিনেত্রী। কিন্তু তা না, ভন্সালীর অফিসেরই এক ব্যক্তির থেকে জানা গিয়েছে, সোনম সঞ্জয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন ঠিকই, কিন্তু ছবি সংক্রান্ত কোনও কথা তাঁদের মধ্যে হয়নি। ভন্সালীকে নিজের বন্ধু মনে করেন সোনম। তাই নিছকই বন্ধুত্বপূর্ণ সাক্ষাতের কারণে তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন সোনম।