২০২০ সালের ২৫ অক্টোবর একসঙ্গে পথ হাঁটা শুরু করেছিলেন শোভন-স্বস্তিকা। ২০২১-এর ২৫ অক্টোবর তাঁদের ভালবাসার এক বছর পূর্ণ হল। সোমবার ইনস্টাগ্রামে দেখা গেল সাদা-কালো ছবিতে এক ফ্রেমে ভিন্ন পেশার দুই তারকা, শোভন-স্বস্তিকাকে।

পেশার জগৎ এ বছর তাঁদের দু’হাত ভরে দিয়েছে। ছোট পর্দার ধারাবাহিক ‘কী করে বলব তোমায়’ শেষ। স্বস্তিকা প্রথম পা রেখেছেন ওয়েবে। এদিকে আবার তাঁর প্রথম গানের ভিডিয়ো অ্যালবাম ‘ঠাকুর জামাই’ প্রকাশের দিন তিনেকের মধ্যেই সেই ভিডিয়োর দর্শকসংখ্যা ৫০ হাজার পার হয়ে যায়। অন্য দিকে, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ‘গোলন্দাজ’ ছবিতে কণ্ঠ দিয়েছেন শোভন।
২১ অক্টোবরের স্বস্তিকার ফেসবুক পোস্ট বলছে, ঘনিষ্ঠতার ছোট্ট ছোট্ট মুহূর্ত তাঁর বড্ড প্রিয়। এই এক বছরে অনেকগুলো মুহূর্ত তাঁরা এক সঙ্গে কাটিয়ে ফেলেছেন এবং ভবিষ্যতেও কাটাবেন।