কাশ্মীরে শিলাদিত্যর চিনেবাদাম ছবির শুটিংয়ে গিয়েছেন যশ, তাঁর সঙ্গে গিয়েছেন নুসরতও। বরফ ঢাকা কাশ্মীরে শীত পোশাকে ছবি শেয়ার করলেন পরিচালক শিলাদিত্য মৌলিক, অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সেই ছবি শেয়ার করে পরিচালক ক্যাপশনে লিখেছেন, ‘উইথ দ্য কাপল হু সেট দ্য আইস অন ফায়ার’।

পরিচালক শিলাদিত্য মৌলিকের প্রথম ছবি ‘সোয়েটার’, এরপর বেশ কিছু ছবি তৈরি করে ফেলেছেন তিনি। করোনা এবং লকডাউনের কারণে তাঁর তৈরি বেশ কিছু ছবির মুক্তি আটকে গিয়েছে। কিন্তু তার জন্য থেমে থাকেননি পরিচালক। কিছুদিন আগে একটি ছবির শুটিং শেষ করে ফেললেন যার নাম ‘লুকোচুরি’।
কাশ্মীরের শুটিংয়ে চর্চায় আছেন যশ-নুসরত। এর আগেও তাঁরা একসঙ্গে বহুবার বেড়াতে গিয়েছেন বলে জানা যায়। কিন্তু এই প্রথম তাঁরা প্রকাশ্যে ছবি শেয়ার করছেন সেই বেরানোর। ব্যক্তি প্রেম, সম্পর্ক, সন্তান সব কিছু নিয়ে চর্চায় থাকা নুসরত এবং যশ নিজেদের শর্তেই জীবনে বাঁচেন। তাঁদের ছুটির মুহূর্তের ছবিও এ বার প্রকাশ্যে আনলেন।