বেশ কিছুদিন আগে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুকে। এবার ভাল খবর যে, তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তিনি এখন নিজের বাড়িতেই আছেন। এই ভাল খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন দিলীপ কুমার ও সায়রা বানুর সন্তানতুল্য ম্যানেজার ফয়জল ফারুকি। তাঁর কাছে থেকে জানা গেছে, অভিনেত্রী এখন অনেকটাই ভাল আছেন। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এখন তিনি।
বেশ কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু গুরুতর অসুস্থতা নিয়ে। তাঁর এক আত্মীয় সাংবাদিকদের জানিয়েছিলেন, ইনসেনটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে। তাঁর সুস্থতা কামনা করেছিলেন সকল অনুরাগীরা। আজ অনুরাগীদের শুভ কামনার ফলেই অভিনেত্রী সায়রা বানু সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন বলে মনে করছেন অনেকেই।
সদ্য প্রয়াত স্বামী দিলীপ কুমারের শোক এখনও তিনি ঠিক ভাবে কাটিয়ে উঠতে পারেননি। ১৯৬৬ সালে মাত্র ২২ বছর বয়সে দিলীপ কুমারকে বিয়ে করেন তিনি। তাঁদের প্রেম এবং দাম্পত্যের কাহিনী চলচ্চিত্র ইতিহাসে লেখা থাকবে।