বাড়ির চৌহদ্দি পেরিয়ে বিদ্যালয়ে পা রাখল রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পুত্র ইউভান। ছেলের প্রথম বিদ্যালয়ে যাওয়ার ছবিও ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি। সাদা শার্ট, নীল জিন্সের হাফ প্যান্ট আর পিঠে নীলচে-গোলাপি ব্যাগ। মা-বাবার হাত ধরে ইউভান হেঁটে যাচ্ছে বিদ্যালয়ে।

বিদ্যালয়ে যাওয়া নিয়ে ইউভান কোনো কান্নাকাটি করেছে কিনা তা জানতে চাওয়ায় বিধায়ক-পরিচালক বলেছেন, ইউভান নাকি হাসিমুখে বিদ্যালয়ে গিয়েছে। সেখানে গিয়েই মিশে গিয়েছে বাকি বাচ্চাদের সঙ্গে। বরং উলটোটা হয়েছে, ইউভান তার মাকেই পাত্তা দেয়নি। বাড়িও আসতে চায়নি ইউভান।
শুভশ্রী জানান যে, ইউভান প্রথম দিনে খুব মজা পেয়েছে। প্রত্যেক শিক্ষিকা, অন্যান্য কর্মচারীরা সবাই বিনয়ী। কড়া নজর দেন প্রত্যেক বাচ্চার দিকে। পাশাপাশি, নানা ধরনের কার্যক্রম থাকবে বাচ্চাদের। যার মাধ্যমে দ্রুত সব কিছু শিখবে তারা। আর তাই কখনওই পড়াশোনা সম্বন্ধে ভীতি তৈরি হবে না।