গতকাল ছিল টলি অভিনেত্রী পার্নো মিত্রের জন্মদিন। তিনি সব সময়ই হাসি খুশি। সময় পেলেই ব্যস্ত রুটিনকে ছুটি বলে দিয়ে কাছের মানুষদের সঙ্গে হইহুল্লোড় করতে লেগে যান অভিনেত্রী। তাঁর জন্মদিনে তিনি কি সেই হইহুল্লোড়ের সুযোগ হাতছাড়া করবেন?

মুখে কিছু না বলে কাজে বুঝিয়ে দিয়েছেন তিনি। তাই শনিবার জন্মদিনে সেজে উঠলেন পার্নো। লাল রঙের খোলামেলা পোশাকে ক্যামেরা বন্দি হলেন তিনি। হাতে পানীয়ের গ্লাস আর মুখে হাসি নিয়ে ঝলমলে পার্নো।
অভিনেত্রী এই জন্মদিনে বাড়িতেই ছিলেন। তবে বাড়িতে তাঁর সঙ্গী মিমি চক্রবর্তী এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় এসেছিলেন। চার দেওয়ালের ঘেরাটোপে তিন বন্ধু মিলে পার্টি করেছেন জমিয়ে। মিমি-পার্নোর বন্ধুত্বের আর কারও অজানা নয়। পার্নোর বিশেষ দিনেও তাই প্রিয় বন্ধু মিমি হাজির তাঁর বাড়িতে। আড্ডা-হাসি-খুনসুটিতে জমজমাট জন্মদিন।