মুম্বই বিমানবন্দরে দেখা গেল ইয়ামি গৌতমকে। মেরুন রঙের সালোয়ার কামিজ পরে সদ্য বিবাহিত অভিনেত্রী সেখান থেকে বেরিয়ে আসছিলেন।
![](https://cinemachapter.com/wp-content/uploads/2021/07/1st-post-4-1024x768.jpg)
নিয়ম মেনেই ইয়ামিকে পাপারাৎজিরা ঘিরে ধরেন। একই সঙ্গে প্রশ্ন করেন, ‘আদিত্য স্যর আসেননি?’ উত্তর দিয়ে তবেই বেরোন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি শ্যুটিং করছি। ও কী করবে এসে?’ এর পরে সকলকে সাবধানে থাকার বার্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে যান অভিনেত্রী।
৪ জুন পরিচালক আদিত্য ধরের সাথে বিয়ে হয় ইয়ামির। ‘উরি দ্য সার্জিকাল স্ট্রাইক’ ছবির শ্যুটের সময় থেকেই দু’জনের আলাপ। পরবর্তী সময়ে সেই আলাপ পরিণত হয় ভালোবাসায়। অবশেষে ছিমছাম ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন পরিচালক এবং অভিনেত্রী।
খুব শীঘ্রই ‘ভূত পুলিশ’ ছবিতে ইয়ামিকে দেখা যাবে। হরর-কমেডি ঘরানার এই ছবিতে ইয়ামির সঙ্গে অভিনয় করবেন সইফ আলি খান, অর্জুন কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো সব তারকারা।