• Wed. Mar 12th, 2025

আটপৌরে সাজে এবার অভিনেত্রী পায়েল

এবার লাল-সাদা শাড়ি, নাকে নথ, খোলা পিঠে অনুরাগীদের কাছে ধরা দিলেন টলি অভিনেত্রী পায়েল সরকার। সেই ছবিতে দৃশ্যমান তাঁর চোখের কাজল আর কপালের লাল টিপ। এই ছবি দিয়ে তিনি রবীন্দ্রনাথের গানের পঙক্তি ব্যবহার করে লেখেন, ‘ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো’।

অভিনেত্রী পায়েলকে সকলেই আমরা দেখেছি খোলামেলা পোশাকে লেন্সবন্দি হতে। কখনও হাইস্লিট জামা, কখনও আবার ছোট ঝুলের স্কার্ট, নানা ভাবে নিজেকে সাজিয়ে তোলেন পায়েল। কিন্তু এই আটপৌরে সাজে তাঁকে দেখে অভিভূত তাঁর অনুরাগীরা।

এই বছরে বিধানসভা নির্বাচনে বেহালা পূর্ব কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছিলেন অভিনেত্রী পায়েল। কিন্তু নির্বাচনে হেরে যাওয়ার পর নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে নিয়েছেন তিনি। আপাতত পায়েল ব্যস্ত তাঁর ছবির কাজ নিয়ে। সপ্তাশ্ব বসুর ‘জতুগৃহ’ ছবিতে কাজ করেছেন পায়েল। সেটি মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। এরপর অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়ের কমেডি থ্রিলারে দেখা যাবে তাঁকে। পায়েলের সঙ্গেই সেই ছবিতে কাজ করবেন সোহম চক্রবর্তী এবং সুস্মিতা চট্টোপাধ্যায়। অর্থাৎ বোঝাই যাচ্ছে অভিনেত্রী এখন বেশ ব্যস্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Important Info about Akshay Kumar New Release OMG 2