একই প্রিন্টের লং গাউন ড্রেস পড়ে সেজেছেন টলি অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ছোট্ট মেয়ে কিয়া। মা-মেয়ের এই একই রকম পোশাকে ফোটোশুট নজর কেড়েছে সকল অনুরাগীদের। সদ্য সেই ফোটোশুটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কনীনিকা।
যেহেতু ড্রেসটি গাউন তাই বেশ লম্বা। আর তাই-ই তা একটু তুলে হাঁটলে ভাল হয়। মায়ের মতোই শিখে গিয়েছে ছোট্ট কিয়াও। কখনও বা ফ্লোরাল ড্রেসের ঘের ধরে মায়ের মতোই ঘুরে নিচ্ছে একপাক। দুই বছরের কিছু বেশি বয়স কিয়ার। জন্মের পর থেকে প্রথমদিকে কনীনিকা মেয়ের ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেন না। কিন্তু কিয়া একটু বড় হওয়ার পর মেয়ের নানান মুহূর্তের ছবি এবং ভিডিয়ো ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।
২০১৮ সালে টেলিভিশনে শেষ কাজ করেছেন অভিনেত্রী কনীনিকা। জনপ্রিয় ধারাবাহিক ‘অন্দরমহল’-এর মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন সে সময়। সে বছরই সন্তানসম্ভবা হন তিনি। ২০১৯ সালে জন্ম হয় মেয়ে কিয়ার। কিয়ার জন্মের পর তিনি ফের টেলিভিশনে ফিরেছেন তাঁর নতুন বাংলা ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ নিয়ে।