বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন ঐন্দ্রিলা সেন। পরিচালক রাজা চন্দের ‘ম্যাজিক’ ছবির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ করে ফেলেছেন। এবার নায়িকা প্রকাশ্যে জানালেন তাঁর ছোটবেলার প্রেমের কথা।
প্রেম অনেক ধরনের হয়। এবার ছোটবেলার প্রেমের কথা প্রকাশ্যে শেয়ার করলেন অভিনেত্রী ঐন্দ্রিলা! ঐন্দ্রিলার এই যে প্রেমের কথা বলছেন তা হল খাদ্য প্রেম। ছোটবেলা থেকেই তিনি চকোলেট খেতে খুব ভালবাসেন। এখনও তিনি সে অভ্যেস ত্যাগ করতে পারেননি। মজার একটি ভিডিয়ো শেয়ার করে সে কথাই জানান অভিনেত্রী।
একসঙ্গে একাধিকবার বেড়াতে গিয়েছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁদের দুজনের ছবি। ‘ম্যাজিক’ মুক্তির পর তাঁরা একসাথে দুজনে মলদ্বীপে গিয়েছিলেন। জলের নীচে তাঁদের উষ্ণ ফটোশুটের ছবি দেখার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলও হতে হয় তাঁদের। যদিও তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি। মলদ্বীপে গিয়ে করোনাতেও আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা। আপাতত সম্পূর্ণ সুস্থ তিনি। চুটিয়ে পরের কাজের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে আবার রিয়ালিটি শো এবং ছবির শুটিং নিয়ে ব্যস্ত সিডিউল অঙ্কুশেরও।