স্বাধীনতা দিবসের দিন হাতে কমলা, সাদা, নীল, সবুজ চূড়ি আর সাদা সালোয়ার কামিজ সাথে নীল সাদা ওড়না এবং মানানসই মেকআপে নিজেকে তুলে ধরলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে তিনি মনের ভাব অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কী জানালেন তিনি?

নুসরত জানান যে, কোনও বিভাজন, বিভাগ ছাড়াই যে উন্মাদনা, তা তাঁর কাছে স্বাধীনতা। মনের চিন্তা, অনুভূতি, প্রতি অনুভূতি এবং হৃদয় তাঁর কাছে আসল স্বাধীনতা। সব কিছু ঠিক থাকলে মাস খানেকের মধ্যে নুসরতের প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে। তাঁর বেবি বাম্প এখন স্পষ্ট আর সেই কারণেই আজকের এই ছবি আগের বলে মনে করছেন সকল অনুরাগীরা।
তাঁর মা হওয়ার দিন যত এগিয়ে আসছে, তিনি যেন তত সুন্দর হয়ে উঠছেন, এমনটাই মনে করছেন নুসরতের অনুরাগীরা। সদ্য পার্কস্ট্রিটে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন নুসরত। নুসরতের সন্তানের বাবা কে, তা নিয়ে সকলেরই একটা কৌতূহল রয়েছে। কারণ সন্তানের বাবার পরিচয় নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি নুসরত। যেহেতু তাঁর এটা ব্যক্তিগত বিষয় তাই হয়তো এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করার প্রয়োজন অনুভব করেননি অভিনেত্রী।