এবার ‘জয় কালী কলকাত্তেওয়ালি’তে নুসরতের প্রথম লুক সবার সামনে এলো। অভিনেত্রী সারা ছবিতে স্কার্ট-স্প্যাগেটি বা কুর্তা-ট্রাউজার্সে দেখা যাবে। যাতে তাঁর অভিনীত চরিত্র ‘রাকা’কে একইসঙ্গে স্নিগ্ধ অথচ সুন্দর দেখতে লাগে। সেই কথা অক্ষরে অক্ষরে মেনে রবিবার এক অটোয় দেখা গেল নতুন ছবির নতুন চরিত্রে নুসরত জাহানকে।

ছবিতে দেখা যাচ্ছে, ছিমছাম সাজে গাড়িতে বসে ‘রাকা’ অর্থাৎ নুসরত জাহান। পরনে সাদা টি শার্ট, নীল রঙের লম্বা স্কার্ট আর সঙ্গে মানানসই দোপাট্টা। গাড়ির বাইরে দাঁড়িয়ে কাজের তদারকিতে ব্যস্ত আছে পরিচালকজুটির অন্যতম একজন পরিচালক অভিজিৎ গুহ।
শুটিংয়ের ফাঁকেই ক্যামেরার মুখোমুখি অভিনেত্রী নুসরত। পরিচালক সুদেষ্ণা রায় জানিয়েছেন, নুসরতের কাছে একটু ভয়ে ভয়েই গিয়েছিলেন তিনি। ছেলেকে রেখে এখন কাজ করতে পারবে কিনা বা শারীরিক ভাবে কতটা তরতাজা, এই নিয়ে দ্বিধা ছিল তাঁর। কিন্তু সামনাসামনি দেখে একেবারে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। মাত্র এক মাসে প্রায় আগের মতোই ছিপছিপে অভিনেত্রী, এমনটাই বলেছিলেন পরিচালক। এবার অপেক্ষা ছবি সংক্রান্ত নানান তথ্য আরও সামনে আসা।