কয়েকদিন আগে সব জল্পনার অবসান হয়,জানা যায় সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের পুত্র ঈশানের আসল বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। এবার এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্টের বিশ্বকর্মা পুজোয় উপস্থিত হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত একসাথে। শুক্রবার তাঁরা একসঙ্গে পুজো কাটালেন এনার আয়োজিত অনুষ্ঠানে। তাঁরা দুজনেই ছবি প্রকাশ্যে আনেন।

সেই ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি রঙের কুর্তি পরেছেন নুসরত। হাতে সোনার চুড়ি, কানে সোনার দুল এবং সিঁথিতে সিঁদুর। যশের পরনে হালকা নীল শার্ট এবং জিনস। একটি ছবিতে জনসংযোগ কর্মী রণজিতের সঙ্গে রয়েছেন নুসরত এবং অন্যটিতে নুসরত এবং রণজিতের সঙ্গে যশ।
নিখিলের সঙ্গে বিচ্ছেদের পর যশ এবং নুসরতকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা যায় আর সেখানে মদন মিত্রও উপস্থিত ছিলেন। সেদিনও নুসরত সিঁদুর, শাখা-পলা পরেছিলেন। এবারও সদ্য মা হওয়া নুসরত জোর বিতর্কের মাঝে সিঁদুর পরে তাঁর সন্তানের বাবা যশ সঙ্গে ছবি দিলেন।