নুসরতের মা হওয়ার তারিখ এগিয়ে আসছে। চলতি মাসের শেষের দিকেই তিনি মা হবেন। তাঁর সন্তানের বাবার জায়গায় ইতিমধ্যেই যশ দাশগুপ্তকে দাঁড় করিয়ে দিয়েছেন নেটাগরিকরা। কিন্তু এই বিষয়ে মুখ খোলেননি সাংসদ-অভিনেত্রী। তবে তিনি প্রায় প্রতিদিনই ইনস্টাগ্রাম স্টোরি এবং পোস্টের মাধ্যমে বিভিন্ন বার্তা দিতে থাকেন অনুরাগীদের।

এমনই একটি লেখা বৃহস্পতিবারও দেখতে পাওয়া গেল নুসরতের ইনস্টাগ্রাম স্টোরিতে। তিনি লেখেন যে, ‘এত দিন তোমাকে নিয়ে যা ভাবা হচ্ছিল, তা ভুল। মানুষ তোমাকে যে ভাবে চেয়েছেন, সেই ‘তুমি’-র মৃত্যু হয়েছে। প্রকৃত ‘তুমি’-কে খুঁজতে গেলে এমনটা হতেই পারে। আর সেটাকে তোমায় গ্রহণ করতেই হবে। ঠিক যে ভাবে একটি প্রজাপতি কোনও দিন শুয়োপোকার পর্যায়ে ফিরে যেতে পারে না।’ এই কবিতার পঙক্তিটি আমেরিকার কবি জনাথন মান্সি স্টর্মের থেকে ধার করেছেন নুসরত।
তিনি আগেও একাধিক কবিতার পঙক্তি ধার করেছেন বিভিন্ন লেখক বা কবিদের থেকে। সেই লেখার বক্তব্যের সঙ্গে তা হলে তিনি এক মত বলেই ধারণা করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে কী বলতে চাইলেন নুসরত? এতদিন সকলে যা জানতেন, যা গুজব রটেছিল, তবে কি সেটা ভুল? প্রশ্নটা রয়েই গেল।