মল্লিক পরিবারের মেয়ে তিনি। তাঁর বাবা অভিনেতা রঞ্জিত মল্লিক। কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে বাবার পরিচয়ে নয়, বরং নিজের পরিচয়েই নিজের জায়গা তৈরি করেছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তিনি তাঁর দক্ষ অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। তাঁর ফ্যাশন সেন্স নিয়েও চর্চা হয় বিভিন্ন মহলে। নিজেকে সুন্দর রাখার অন্যতম উপায় এবার তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
রবিবার তাঁর ইনস্টাগ্রামে নিজের তিনটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। হাসি মুখে অভিনেত্রী পোজ দিয়েছেন ক্যামেরার দিকে আর ক্যাপশনে লিখেছেন, ‘আপনি যেখানেই যান, হাসি মুখে থাকতে ভুলবেন না!’ অর্থাৎ তিনি নিজে যেখানেই যান না কেন, হাসি মুখ তাঁর থাকেই। আর সেটাই হল তাঁর সুন্দর থাকার আসল রহস্য।
শাড়ি, সালোয়ার কামিজের মতো ভারতীয় পোশাক বা গাউন, টপের মতো ওয়ের্স্টান পোশাক, যাই পরুন না কেন সুন্দর করে সামলে নিতে পারেন কোয়েল। প্রয়োজন ছাড়া মেকআপ তাঁর পছন্দ নয়। বাড়িতে থাকলে ঘরোয়া সাজ-পোশাকই তাঁর একমাত্র পছন্দ। এবারে নো মেকআপ লুকেই নিজের ছবি শেয়ার করেছেন তিনি।