বিয়ে মিটে গেছে বেশ কিছু দিন হল ভিকি-ক্যাটরিনার। মহা ধুমধামে সাত পাক ঘুরে মধুচন্দ্রিমা কাটিয়ে শহরে ফিরেছেন দুজনে। আর ফিরেই সোজা হেঁশেল ঘরে ঢুকে পড়লেন নতুন বউ ক্যাটরিনা কইফ। পঞ্জাবি ঘরের রীতি মেনে হাতাখুন্তি তুলে নিয়ে জমিয়ে রাঁধলেন সুজির হালুয়া। সেই ছবিও আবার ভাগ করে নিয়েছেন তাঁর অনুরাগীদের সঙ্গে।

সেই ছবি শেয়ার করে ক্যাপশনে খানিক গর্বের সুরেই ক্যাট লেখেন, ‘আমি তৈরি করেছি’। আসলে এই প্রথম বার শ্বশুরবাড়িতে রান্না করলেন ক্যাটরিনা। তিনি যাতে পঞ্জাবি বাড়ির সব রীতিনীতি শিখে নিতে পারেন, সে দিকেও বিশেষ নজর দিচ্ছেন ভিকির মা।
অন্য দিকে ক্যাটরিনার মা ব্রিটিশ এবং তাঁর বাবা জন্মসূত্রে কাশ্মিরী হলেও প্রথমে ব্রিটেন, পরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। অভিভাবকের বিচ্ছেদের পরে নানা দেশে ঘুরে ক্যাটরিনা অবশেষে থিতু হয়েছেন ভারতে। বলিউডে একাধিক কাজ পেলেও তাঁর হিন্দি উচ্চারণের জন্য বহু বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাঁকে। এখনও যে তাঁর হিন্দি উচ্চারণ নির্ভুল, তা হলফ করে বলা যায় না। আর সেই মেয়েই বিয়েতে পঞ্জাবি বলে তাক লাগিয়েছিলেন সকলকে। এমনটাই জানিয়েছেন ভিকির বোন উপাসনা বোহরা।