সম্প্রতি প্রযোজক-পরিচালক করণ জোহর ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হয়েছেন। সোমবার তাঁর হাতে এই সম্মান তুলে দিয়েছেন দেশের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ। সিনেমা জগতে তাঁর অবদানের জন্য এই সম্মান পেয়েছেন করণ। এই সম্মান পেয়ে পর পর দুটি পোস্ট করেছেন তিনি। আর তাঁর দুটি পোস্টেই ফুটে উঠেছে আবেগ। এই সম্মান পেয়ে নিজের একটি পোস্টে তাঁর বাবাকে তিনি স্মরণ করেছেন।
করণের প্রথম পোস্টে দেখা যাচ্ছে তিনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিচ্ছেন। সেই পোস্টের সাথে তিনি লেখেন, এটা তাঁর জীবনের সবচেয়ে স্মরণীয় দিন। তাঁকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। দেশের মাননীয় রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের থেকে এই সম্মান পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
আর পরের পোস্টে পরিচালক তাঁর বাবা যশ জোহরকে স্মরণ করেছেন। তিনি ক্যাপশনে বাবার সম্পর্কে লেখেন, আজ তাঁর বাবা তাঁর জন্য খুব গর্ববোধ করতেন। তবে তিনি এই বিশেষ দিনে তাঁর মাকে পাশে পেয়েছেন। তাঁর মা, তাঁর সন্তানরা, তাঁর কোম্পানি, সকলের জন্যই তাঁর পুরস্কার পাওয়ার দিনটা অনেক বড়।