‘থালাইভি’ ছবিতে জয়ললিতার ভূমিকায় দেখা গিয়েছে কঙ্গনা রানাওয়াতকে। থালাইভি মুক্তি পেয়েছিল কয়েক সপ্তাহ আগে বড় পর্দায়। তবে এই ছবি পেয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পরবর্তীতে তা নিয়ে আসা হয় ওটিটি প্ল্যাটফর্মে। থালাইভিই একমাত্র হিন্দি ছবি যা একই সঙ্গে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম দুই প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে।

জানা যাচ্ছে, ওটিটিতে অবশ্য থালাইভির রেসপন্স খুব খারাপ নয়। এক সাক্ষাৎকারে কঙ্গনা রানাওয়াত জানান যে, নিজের কাজ নিজে করেছেন তিনি। তাঁর মধ্যে আলো আছে। অন্য কারোর আলোর দরকার পড়ে না তাঁর। তিনি অবশ্যই আগের থেকে এখন আমি অনেক বেশি জনপ্রিয়। কেরিয়ার সেরা সময় চলছে এ কথা অস্বীকার করবেন না তিনি। বিজেপি ঘনিষ্ঠ কঙ্গনা জানিয়েছেন, ছবির জন্য বামপন্থীরাও তাঁর প্রশংসা করেছেন।
কঙ্গনা বলিউডে বহুদিন যাবৎ নিজেকে সুঅভিনেত্রী বলে চিহ্নিত করেছেন। কিন্তু মাঝেমধ্যেই তাঁর বিতর্কিত মন্তব্যে উথালপাথাল হয়েছে নেট দুনিয়া। দিন কয়েক আগেই আলিয়া ভাটকে এক বিজ্ঞাপনের কারণে দুষেছিলেন তিনি। তাঁর নিশানা থেকে বাদ পড়ে না এ রাজ্যের মুখ্যমন্ত্রীও। তবে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত যদিও দিন কাটান নিজের শর্তেই।