কিছুদিন আগেই শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। এবারে বিগবসের ঘরের মূল আকর্ষণ হলেন শামিতা শেট্টি। ইতিমধ্যেই বিগবসের প্রতিযোগী হিসেবে তিনি বেশ আলোড়ন ফেলে দিয়েছেন বিনোদন জগতে। ঘরে প্রবেশ করতে না করতেই প্রতিযোগীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তর্ক-বিতর্ক লেগেছে শমিতার। তবে তাদের মধ্যেও একজনের সঙ্গে শামিতার বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে এবং ঘনিষ্ঠতার তাপমাত্রা বেশ ভালই ছাড়াচ্ছে।

নেটিজেনদের দাবি এবার বিগ বস’-এর ঘরে শুরু হয়েছে অশ্লীলতা। কয়েকদিন আগে একটি প্রমো ভিডিওতে শামিতার হাতে চুমু খেতে দেখা গিয়েছে রাকেশ বাপাটকে। রাকেশের সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ যে দিন দিন অন্য মাত্রা নিচ্ছে তা বুঝতে পারছেন নেটাগরিকরা।
শোনা যাচ্ছে, বর্তমানে বিগ বসের ঘরে রাকেশের প্রেমে বেশ মজেছেন শামিতা শেট্টি। প্রকাশ্যে চুমু খাওয়া থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের কাণ্ড করে চলেছেন এই দুজনে। সম্প্রতি বিগবসের একটি নতুন প্রমো ভিডিওতে উঠে এসেছে এমন একটি দৃশ্য যা দেখে নেটিজেনরা তুমুল সমালোচনার মুখে ফেলেছেন শমিতা এবং রাকেশ দুজনকেই।