ইমন চক্রবর্তী যে সঙ্গীতশিল্পী তা সকলেই আমরা জানি কিন্তু তিনি একজন পোষ্যপ্রেমীও বটে। একথা অবশ্য দর্শক বা শ্রোতার অজানার কথা নয়। বাড়িতে পোষ্য সারমেয় রয়েছে তাঁর। নাম হল বুলবুলি। পোষ্যকে নিজের মেয়ের মতো ভালবাসেন, যত্ন করেন গায়িকা। এবার তাঁর পরিবারে এল নতুন এক পোষ্য সদস্য।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি সারমেয়কে কোলে নিয়ে নিজের ছবি শেয়ার করেছেন গায়িকা ইমন। তিনি ক্যাপশনে লিখেছেন, গোটা পৃথিবীর সঙ্গে সন্দেশ চক্রবর্তীর পরিচয় করিয়ে দিলেন তিনি। বুলবুলির পর সন্দেশ এখন তাঁর পরিবারের একজন সদস্য।
শুধু বাড়িতেই পোষ্যের যত্ন করে কিন্তু নিজের সামাজিক দায়িত্ব শেষ করে ফেলেন না ইমন। লকডাউনের সময় এলাকার সারমেয়দের খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন তিনি। কোনও কুকুরকে দত্তক নেওয়ার বিষয় তাঁর নজরে এলে তা তিনি শেয়ার করেন। অসুস্থ সারমেয়র চিকিৎসারল ব্যবস্থাও করতে দেখা গিয়েছে ইমনকে। তাই তাঁর পরিবারে সন্দেশের আগমনে তাঁর অনুরাগীরা বেশ খুশি।