বহু মাস সিনেমা হল খোলেনি, তাই ওয়ার্নার ব্রাদার্স ও ইউনিভার্সাল পিকচার্স যেখানে সম্ভব তাঁদের ছবি মুক্তির কথা ভেবেছিলেন। দিল্লিতে সিনেমা হল খোলার ঘোষণা হওয়ার পর ১৯ অগাস্ট ভারতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’ মুক্তির সিদ্ধান্ত নিয়েছিলেন নির্মাতারা। তারপরই ঘোষণা হয় অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষিত ছবি ‘বেল বটম’ও মুক্তি পাবে ওই একই দিনে।
একই দিনে বলিউড ও হলিউড ছবির মুক্তি এই বিষয়টি হল মালিক ও ডিসট্রিবিউটারদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছিল। তাঁরা চাইছিলেন আলাদা আলাদা দিনে দুটি ছবি মুক্তি পাক। নাহলে ব্যবসায়িক দিক থেকে মার খেতে পারে দুই ছবিই।
তবে এখন জানা যাচ্ছে, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৯’-এর মুক্তির তারিখ পিছিয়েছে হয়েছে সেপ্টেম্বরের ৩ তারিখ। সূত্রের খবরে জানা গিয়েছে, এটা একটা ভাল খবর। ৫০ শতাংশ দর্শক আসন নিয়ে হল খুলেছে। তার উপর আছে আবার নাইট কারফিউ। দুটি বড় রিলিজ হলে ভারতীয় ছবির ব্যবসা মোটেই ভাল হত না। হল পাওয়া যেত না। দুটি ছবির ক্ষেত্রেই লাভজনক কিছু হত না।