টলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীদের মধ্যে একজন এনা সাহা। ইনস্টাগ্রামে সক্রিয় অভিনেত্রী এনা মঙ্গলবার একটি ছবি পোস্ট করেছেন। দেখা যাচ্ছে, বিলাসবহুল একটি গাড়ির সামনে দাঁড়িয়ে এনা। তাঁর পরনে গোলাপি রঙের স্কার্ট, সাদা টপ এবং কমলা রঙের ব্লেজার। এবার অভিনেত্রী এই ছবির সঙ্গে লিখেছেন, ‘সবাই তাকে দেখছে, কিন্তু সে তোমাকে দেখছে।’ নেটাগরিকদের একাংশ আবার মনে করছেন বিশেষ কারোর জন্য এই কথা লিখেছেন এনা। কিন্তু এখন প্রশ্ন হল এনার জীবনে এই বিশেষ মানুষটি কে?
গত বছর এক সাক্ষাৎকারে এনা জানিয়েছিলেন, তাঁর জীবনে যে বিশেষ মানুষটি আছে তিনি ইন্ডাস্ট্রির কেউ নন। তবে প্রেমিকের নাম তখনও গোপনই রেখেছিলেন অভিনেত্রী। তবে কি এমন কথা প্রেমিকের উদ্দেশ্যেই বলছেন তিনি?
‘এসওএস কলকাতা’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে এনার হাতেখড়ি হয়েছিল গত বছর। সেই ছবিতে অভিনয়ও করেছিলেন তিনি। এবার আবার যশের সঙ্গে কাজ করতে চলেছেন এনা। শিলাদিত্য মৌলিকের ‘চিনে বাদাম’ ছবিতে যশ দাশগুপ্তের বিপরীতে দেখা যাবে তাঁকে। এই ছবির জন্য ৯ কেজি ওজন ঝরিয়েছেন এনা।