আর ঠিক ১০ দিন পরেই এক বছরের একটা জার্নি সম্পূর্ণ হতে চলেছে দেবলীনা কুমার এবং গৌরব চট্টোপাধ্যায়ের। আসলে আজ থেকে ঠিক ১০ দিন পর দম্পতির প্রথম বিবাহবার্ষিকী। এক বছর ধরে ভাল এবং খারাপ সময়ে একে অপরের পাশে থেকেছেন বন্ধু হয়ে। আরও বহু বছর পাশে থাকার বার্তা দিয়েছেন দুজন দুজনকে।

সদ্য শুটিংয়ের কাজে লন্ডন গিয়েছেন গৌরব আর তাঁর সফরসঙ্গী হয়েছেন স্ত্রী দেবলীনা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় দুজনেই বিভিন্ন ছবি পোস্ট করে তা বুঝিয়ে দিয়েছেন। দেবলীনা তাঁদের দুজনের ছবি পোস্ট করে সকলকে মনে করিয়ে দিয়েছেন আসন্ন এক বছরের বিবাহবার্ষিকীর কথা।
দেবলীনাও অরিন্দম শীল পরিচালিত ‘তীরন্দাজ শবর’-এ অভিনয় করেছেন কিছুদিন আগেই। অভিনেত্রী জানিয়েছেন তাঁর অরিন্দম শীলের সঙ্গে কাজ করতে পেরে বেশ ভালো লেগেছে। সোশ্যাল মিডিয়ায় সে কথা তিনি নিজেই শেয়ার করেছিলেন। চিত্রনাট্যের ছবি, অনস্ক্রিনে তাঁর লুক এবং পরিচালক সহ অন্যান্য শিল্পীদের সঙ্গে নিজের ছবিও তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন দেবলীনা।