সর্বভারতীয় পত্রিকার প্রচ্ছদে বলি অভিনেতা আয়ুষ্মান খুরানার ছবি আর সেই ছবিই ইনস্টাগ্রামে পোস্ট করলেন অভিনেতা নিজে। সে ছবিতে দেখা যাচ্ছে অভিনেতার চোখে মোটা কাজল আর হাতের নখে মাখলেন কালো রং। পাশে লিখলেন, ‘জেন্ডার ফ্লুইড’, অর্থাৎ যে ব্যক্তি নিজেকে পুরুষ বা মহিলা, কোনও লিঙ্গের বেড়াজালে আটকে রাখতে চান না। আর তার পরই তৃতীয় লিঙ্গের মানুষদের সমালোচনার ঝড় উঠলো আয়ুষ্মানের সেই পোস্টে।
তৃতীয় লিঙ্গের মানুষরা জানাচ্ছেন যে, নখে রং মাখলে বা চোখে কাজল পরলেই নিজেকে কখনোই ‘জেন্ডার ফ্লুইড’ বলা যায় না। তাঁরা আরও জানান যে, আয়ুষ্মান নিজেকে নাকি অ্যান্ড্রোজিনাস বলতে পারেন, কিন্তু কখনোই জেন্ডার ফ্লুইড না। একাংশের মতামত হল, আয়ুষ্মান তৃতীয় লিঙ্গের মানুষদের অপমান করেছেন।
অনেকে আবার এও বলেছেন, বলিউড আসলে সব কিছুকেই সাদা আর কালো ভাবে দেখাতে পছন্দ করেন। তার বাইরে তাঁদের যেন আর কিছু নেই। আয়ুষ্মানকেও সেই গোত্রে ফেলে সমালোচনা করলেন তৃতীয় লিঙ্গের মানুষজন।