মাদক কান্ডে জামিনে মুক্ত হয়েছে আরিয়ান খান এবং অবশেষে জেলখানা থেকে নিজের বাড়ি ফিরে এসেছে সে। গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনো মুখ খোলেননি তিনি। কিন্তু বাড়ি ফেরার পরই বদল এসেছে আরিয়ানের সোশ্যাল মিডিয়ায়। কী বদল এলো?
বদল হল আরিয়ানের ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার। কিন্তু বদল কোনো ছবি নয় বরং ছবির জায়গা খালি হল। অর্থাৎ কোনো ছবিই নেই সেই প্রোফাইল পিকচারের জায়গায়। বহুদিন ধরেই প্রোফাইল পিকচারের জায়গা সাদা রেখেছেন আরিয়ান। আর তা নিয়েই জল্পনা শুরু হয় নানা মহলে। অনেকেরই মনে হতে থাকে, জেল থেকে বাড়ি ফেরার পর তিনি বদলে ফেলেছেন প্রোফাইলের ছবি। কিন্তু সেটা আদৌ সত্যি?
গত ১৫ অগস্ট ইনস্টাগ্রামে শেষবার পোস্ট করেছিলেন আরিয়ান খান। নিজেরই একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। এর পর আর কোনও পোস্ট করেননি শাহরুখ-পুত্র। জামিন পেয়ে বাড়ি ফেরার পর থেকে এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তিনি সে ভাবে অ্যাক্টিভ নন বলেই জানা গিয়েছে।