আদিত্য পন্ডিতের পরিচালিত প্রথম ছবি ‘ড্যাডিস্ লিটল গার্ল’, যা ইংরেজি ভাষায় তৈরি হওয়া । এই ছবি দেখা যাবে বছর শেষে হটস্টার-তে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ।

অভিনেত্রী জানান যে, তাঁর চরিত্রের নাম এই ছবিতে রাধিকা। অসাধারণ স্ক্রিপ্ট করেছেন আদিত্য। তাঁর সঙ্গে কাজ করে দারুন অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রীর। তাঁর মতে, এটা যে প্রথম কাজ তাঁর তা এই ছবি দেখে বোঝার উপায় নেই। অনেক সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়েছে এই ছবিতে। সকলে পরিশ্রম করেছেন এই ছবির জন্য।
এই ছবির চিত্রনাট্য অনুযায়ী রাধিকা একজন স্কুলের শিক্ষিকা। জুনিয়র স্কুল টিচার থেকে তিনি সিনিয়র প্রিন্সিপাল পদে প্রোমোশন পান তিনি। এই স্কুলের এক মন্ত্রীর ছেলেও পড়াশোনা করে। নতুন পদ পাওয়ার পর রাধিকার জীবনে বেশ কিছু পরিবর্তন আসে। তাঁর কাজ আরও কঠিন হবে, নাকি আরও সহজ হবে তা জানার জন্য আর কয়েকদিনের অপেক্ষা করতে হবে সকলকে।