বিয়ে হয়েছে কিছুদিন হল। আলিয়া ভট্ট তাঁর শ্বশুরবাড়ি গিয়ে পেয়েছেন তাঁর আরও এক মা-কে, নীতু কপূর। নিজের মা সোনি রাজদানের সঙ্গে এখন নীতুরও মেয়ে হয়ে গিয়েছেন আলিয়া। আজ মাতৃদিবসের দিনে এক ছবিতে ঝলমল করে উঠল আলিয়ার দুই মা।

আজ মাতৃদিবস, তাই ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন আলিয়া। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি তাঁর দু’পাশে দুই মাকে জড়িয়ে ধরে আছেন। আদর-মাখা সেই ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমার সুন্দরী মায়েরা! মাতৃদিবসের শুভেচ্ছা। আজ নয়, রোজ।’
সোনির আদরে এবং যত্নে আলিয়ার বেড়ে ওঠা। অন্য দিকে আবার নীতু তাঁকে ঘিরে রেখেছেন শ্বশুরবাড়িতে। আপাতত নতুন পরিবারে নতুন মানুষদের জড়িয়ে ভীষণ খুশি আলিয়া ভট্ট। সেই কথাই জানান দিয়ে বলছে আজকের দিনে অভিনেত্রীর এই শেয়ার করা ছবি।