জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’তে অভিনেত্রী অদ্রিজা রায় জানালেন তিনি নাকি এক হাঁড়ি ভাত, ১৫টা পারশে মাছ আর ২০টি রুটি খেতে পারেন। কিন্তু এত কিছু খেয়ে তা যায় কোথায়? সেই রহস্যেরই সমাধান হল ‘দাদাগিরি’তে। শো চলাকালীন পাতলা, ছিপছিপে নায়িকা অদ্রিজা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কাছে এসে তাঁকে কোলে তুলে নিলেন। নায়িকার এ হেন রূপ দেখে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় হতবাক হয়ে যান!
![](https://cinemachapter.com/wp-content/uploads/2022/05/2.jpg)
সেখানে শুধু তাঁরা দুজনই নন ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। সেখানেই কথায় কথায় খাওয়ার কথা ওঠতে রাজ চক্রবর্তী জানান, অদ্রিজা নাকি অবলীলায় এক হাঁড়ি ভাত, ১৫টা পারশে মাছ, ২০টি রুটি খেতে পারেন। আর তা শুনে দাদা হতবাক হয়ে যায়! সেখানে উপস্থিত বাকিরাও অবাক হয়ে যায়।
রাজ এও জানিয়েছেন, অভিনেত্রী নাকি অনায়াসে চার প্যাকেট বিরিয়ানি খেয়ে ফেলতে পারেন! এ কথা শুনেই দাদার কৌতূহল, এত খাবার কোথায় যায়? এর পরেই শুভশ্রীকে কোলে তুলে নিয়ে যেন সেই প্রশ্নেরই জবাব দিলেন অভিনেত্রী অদ্রিজা।