পুজোয় কয়েকটা দিন ছুটি পেয়ে পায়েল দে এবং দ্বৈপায়ন দাস, টলিউডের এই দম্পতি চলে গিয়েছিলেন ঘুরতে। তাঁরা সময় পেলেই ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসেন। এখন তাঁদের সঙ্গী একমাত্র সন্তান মেরাখও। তাই সপরিবার পাহাড়ে বেড়াতে গিয়েছেন এই দম্পতি। আর সেখানে গিয়েই বৃষ্টির কারণে ধ্বস নামায় আটকে পড়তে হল তাঁদের।
তাঁরা এই মুহূর্তে কালিম্পংয়ের কাছে টাকনা নামের একটি গ্রামে মিসটিক গার্ডেন গেস্ট হাউজে রয়েছেন। সেখান থেকেই জানালেন, তাঁরা সকলে ভাল আছেন। বৃষ্টির জন্য ধ্বস নামায় আটকে পড়েছেন পাহাড়ে। আজ এনজেপি থেকে ট্রেন আছে তাঁদের আগামীকাল শিলিগুড়ি যেতে হবে। কোনও ভাবে এনজেপিকে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করেছেন তাঁরা। অবশ্য মেরাখ খুব এনজয় করছে বলে জানিয়েছেন পায়েল।
পায়েলের নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু হয়েছে। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক বেশ পছন্দ করেছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার গল্প। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি…।’