এবার প্রতারণার শিকার হলেন বলি অভিনেতা রাজকুমার রাও। জানা যাচ্ছে যে, তাঁর প্যান কার্ড ব্যবহার করে তাঁরই নামে ব্যাঙ্ক থেকে টাকা ধার করা হয়েছে। আজ অভিনেতা টুইট করে জানান এ কথা। সেই টুইটে তিনি ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড’এর আধিকারিকদের উল্লেখ করে তাঁদের কাছ থেকে সাহায্য চেয়েছেন রাজকুমার রাও।
অভিনেতা এই প্রতারণার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন। এর আগেও অভিনেতা প্রতারণার শিকার হয়েছেন। তাঁর নাম নিয়ে ইমেল আইডি তৈরি করে ছবির চুক্তির নামে তিন কোটি টাকা দাবি করা হয়। সেই প্রতারণার ছকও ফাঁস করেছিলেন রাজকুমার।
কিছুদিন আগে মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী রিমি সেনও প্রতারণার ফাঁদে পড়েছিলেন। তিনি জানিয়েছিলেন ৪ কোটি ১৪ লক্ষ টাকা খোয়া গিয়েছে তাঁর। খার থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। আর আজ প্রতারণার কথা জানালেন অভিনেতা রাজকুমার রাও। তবে এখনও পর্যন্ত ‘ক্রেডিট ইনফরমেশন ব্যুরো ইন্ডিয়া লিমিটেড’-এর তরফে কোনও উত্তর আসেনি অভিনেতার কাছে।