বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল উত্তরবঙ্গে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সেখানেই তাঁর তৃতীয় হিন্দি ছবি ‘শেরদিল’ শুটিং হচ্ছে। সেই ছবিতে দেখা যাবে নীরজ কবি এবং পঙ্কজ ত্রিপাঠী। সেই ছবির সেট থেকেই এই প্রথম ছবি শেয়ার করেছেন পরিচালক সৃজিত।

সেই ছবিতে দেখা যাচ্ছে ডান পাশে দাঁড়িয়ে রয়েছেন নীরজ কবি আর বাঁ পাশে দাঁড়িয়ে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, মাঝখানে স্বয়ং পরিচালক সৃজিত। এই ছবি শেয়ার করে পরিচালক ক্যাপশনে লেখেন, এই দুই অনবদ্য অভিনেতার সঙ্গে তাঁর জীবনের অন্যতম মসৃণ ও মজাদার শুটিং।
সৃজিতের সঙ্গে প্রথমবার কাজ করে পঙ্কজ ত্রিপাঠী জানান যে, সৃজিত দারুণ একজন পরিচালক। আলাদা করে নাকি তাঁর কোনও পরিচয়ের দরকার নেই। পঙ্কজ ত্রিপাঠীর কাছে যখন ‘শেরদিল’-এর প্রস্তাব আসে, তিনি নাকি আইডিয়াটা শুনে লাফিয়ে উঠেছিলেন। এবার অপেক্ষা দর্শকরা কেমন ভাবে লাফিয়ে উঠে ছবিটি দেখে।