গত সোমবার অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিন দিন হয়ে গেল সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারছেন না রচনা। রীতি অনুযায়ী আজ রচনা তাঁর বাবার পারলৌকিক কাজ করবেন। তার আগে বাবাকে উদ্দেশ্য করে একটি ছোট্ট চিঠি লেখেন তিনি। সেই লেখার প্রতিটি অক্ষর যেন অভিনেত্রীর ব্যথার সাক্ষী।
সেই ছোট্ট চিঠিতে তিনি লেখেন যে, তিনি ভাবেননি এক দিন একা হয়ে যাবেন। ভাবেননি তাঁর বাবা তাঁকে ছেড়ে চলে যাবেন। তাঁর বাবার আশীর্বাদ তাঁর সঙ্গে আছে, তিনি জানেন আর থাকবেও। শেষে তিনি লেখেন তাঁর বাবা যেখানেই থাকে যেন ভাল থাকে।
বাবার দেখিয়ে দেওয়া পথেই আগামী দিনে হাঁটবেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই বলেছেন তিনি। দীর্ঘ দিন বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তাঁর বাবা। গত রবিবার আচমকা অবস্থার অবনতি ঘটে। বাড়িতেই চিকিৎসা চলছিল তবে গত সোমবার সব চেষ্টা ব্যর্থ করে চির বিদায় নেন তিনি। শেষ বয়সে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।