আসছে ৭ নভেম্বর, সেদিনই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের জন্মদিন। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রে খবর, লন্ডনে রানি মুখোপাধ্যায়ের পাশের বাড়িতে নাকি সাময়িক অবসর যাপন করবেন অভিনেত্রী ঋতুপর্ণা। সেখানেই হবে জমজমাট পার্টি।
শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই ঋতুপর্ণা সপরিবারে পাড়ি জমিয়েছেন তাঁর গন্তব্যে। সেখানে তাঁর স্বামী সঞ্জয় আর তাঁর মেয়ে থাকবেন তাঁর সঙ্গে। দু’সপ্তাহ সেখানে ছুটি কাটিয়ে তারপর ফিরবেন সিঙ্গাপুরে। তাঁর হাতে এখন এক মুঠো ছবি। বলিউড-টলিউড মিলিয়ে বেশ কিছু কাজ শুরু করবেন তিনি। পাপিয়া অধিকারীর প্রথম ছবি ‘মাদার ইন্ডিয়া’-তে তিনি কাজ করতে চলেছেন। কাহিনি-চিত্রনাট্য পাপিয়া অধিকারীর নিজের।
এই ছবির কেন্দ্র সুপ্রতিষ্ঠিত নারী। সেই নারী যৌনপল্লির মেয়েদের জীবনে নিয়ে আসবে মুক্তির স্বাদ। আর সেই নারীচরিত্রেই এবার দেখা যাবে ঋতুপর্ণাকে। ছবির বাকি অভিনেতাদের নাম এখনও ঠিক হয়নি। সব মিলিয়ে ঋতুপর্ণার এখন প্রচুর কাজ।