কিছুদিন আগে রণবীর কাপূরের বিয়ে হলো। আর আজ ইনস্টাগ্রামে সদ্যোজাতকে কোলে নিয়ে ছবি দিলেন রণবীর সিংহ! তবে কি দীপিকা মা হতে চলেছেন? হাতে রয়েছে সদ্যোজাতের ছবি আর ক্যাপশনে লেখা ‘জয়েশভাইয়ের ছেলে হবে না মেয়ে?’
এসব কিচ্ছু হয়নি, এখানে বিষয়টা একটু অন্য রকম। ১৩ মে মুক্তি পাবে রণবীর অভিনীত ছবি ‘জয়েশভাই জোরদার’। সেই লুকেই নিজের একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। ছবিতে রণবীরের চরিত্রটি এক গুজরাতির। এই ছবির প্রথম পোস্টার সামনে এসেছিল ২০১৯ সালে।
রণবীর সিং আগেই জানিয়েছেন গুজরাতি ভাষা, খাবার, সংস্কৃতির প্রতি নিজের ভালবাসার কথা। যশরাজ ফিল্মসের ছাতার নীচে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবিতে রণবীরের সঙ্গে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী শালিনী পাণ্ডেকে। ছবির পরিচালনায় দিব্যাঙ্কা ত্রিপাঠী।