বিগবস ১২-এর প্রাক্তন প্রতিযোগী শিবাশিস মিশ্রর সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেত্রী জারিন খান। এই মুহূর্তে দুজনেই রয়েছেন গোয়াতে। প্রেমিক শিবাশিসের জন্মদিন উপলক্ষে সেখানেই চলছে গ্র্যান্ড সেলিব্রেশন।
কিছুদিন আগে শিবাশিসের জন্মদিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছিলেন জারিন। সেখানে লিখেছিলেন, ‘বাঁকা হোক তবু আমার। শুভ জন্মদিন আমার শিব। যা চাও তাই যেন পাও।‘ জারিনের জন্মদিনেও একটি পোস্ট করেছিলেন শিবাশিস। যদিও সে সময় তাঁদের মধ্যে প্রেম না বন্ধুত্ব তা বোঝা যায়নি। কিন্তু এবারের তাঁদের গোয়া ট্রিপের বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আর সেই ভিডিয়োই ছড়িয়ে দিচ্ছে তাঁদের প্রেমের উত্তাপ। এসব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার করেছেন নেটিজেনরা। শিবাশিস বিগবস ১২-এ অংশ নিলেও তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও ফিল্মের দুনিয়ার অনেকের সঙ্গেই তাঁর আলাপ রয়েছে।