একটি ভিডিয়ো ভোররাতে নেটমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে অনেক ভোরে শুটিংয়ের সময় নিজের ভ্যানিটি ভ্যানে বসে অভিনেত্রী। যেখানে লক্ষ্য করা যাচ্ছে আলিয়া বসে আছেন তাঁর স্কিন কেয়ারের কিট নিয়ে।

নিজের ত্বকের কিভাবে যত্ন নেন সেই সিক্রেটই আলিয়া শেয়ার করলেন এবার। প্রথমে ত্বকে একটি স্প্রে করলেন তারপর স্কিন ম্যাসাজার দিয়ে ম্যাসাজ করলেন। বললেন, ‘এটা করতে হবে ১-২ মিনিট’। চোখের তলায় যাতে ডার্ক সার্কেল না পড়ে, তাই আই ক্রিম লাগালেন।
তারপর কিছুক্ষন বাদ আলিয়া মুখে মাখলেন তরমুজ নিয়াসিনামাইড। সেটি একটি ভিটামিট বি থ্রি। যেটা মাখলে ত্বক কোমল থাকে ও সারাক্ষণ আর্দ্রতা ধরে রাখে। হাইপারপিগমেন্টেশনও কমিয়ে দেয় অনেকটা। আলিয়া বলেন, ‘এটি বলিরেখা দূর করতে কার্যকরী। দূষণ থেকে ত্বককে রক্ষা করে।‘ আরও একটি গুরুত্বপূর্ণ কথা আলিয়া শেয়ার করেছেন যে, যা আমরা মুখে মাখবো, তা কখনওই হাতে বা গলায় মাখবো না।