বলি পাড়ায় এখন চর্চার কেন্দ্রে রয়েছেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁদের আদৌ বিয়ে হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা চলছে তুঙ্গে। শোনা যাচ্ছে ডিসেম্বরেই নাকি গাঁটছড়া বাঁধবেন এই দুই শিল্পী। তবে বিয়ে নিয়ে যদিও ভিকি বা ক্যাটরিনা কেউই কোনো প্রকাশ্যে মুখ খোলেননি। কিন্তু এ হেন সময়ে পৃথিবীতে সবচেয়ে পছন্দের জায়গায় ভিকি কৌশলের কাছে কোনটি।

ভিকি কৌশল তাঁর সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে তিনি রয়েছেন একটি শুটিং সেটে। কিন্তু কোন ছবির শুটিং সেট, তা উল্লেখ করেননি। তবে শুটিং সেট যে তাঁর সবচেয়ে পছন্দের জায়গা, তা স্পষ্ট করে উল্লেখ করেছেন ভিকি।
যদিও জানা যাচ্ছে ভিকি-ক্যাটরিনার বিয়ে নাকি এখন হচ্ছে না। এমনটাই বলেছেন ভিকির তুতো বোন উপাসনা ভোরা। তিনিই জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ভিকি-ক্যাটরিনার বিয়ে সংক্রান্ত যে সব খবর রটানো হচ্ছে, তা সবই ভুয়ো আর গসিপ। তিনি স্পষ্ট জানিয়েছেন এই দুই তারকার বিয়ে এখন হচ্ছে না।